বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


‘টাকার বিনিময়ে আমাকে বিয়ে দিতে চায়’; সুকন্যা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২২, ০১:৫৪

‘টাকার বিনিময়ে আমাকে বিয়ে দিতে চায়’; সুকন্যা

রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে যাওয়া নিখোঁজ ইয়াশা মৃধা সুকন্যার সন্ধান মিলেছে।

তবে তিনি অভিযোগ করে জানান, তার পরিবার তাকে জোর করে বিয়ে দিতে চায়। টাকার বিনিময়ে তাকে বিক্রি করে দিতে চায়।

মঙ্গলবার (২৩ আগস্ট) একটি বেসরকারি টেলিভিশনে এসব জানান সুকন্যা।

তিনি বলেন, আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। তবে তারা আমাকে টাকার বিনিময়ে বিয়ে দিতে চায়। আমি এতে রাজি না হওয়ায় আমার মা আমাকে অনেক নির্যাতন করেছেন। বিয়ে করার জন্য জোর করা হচ্ছিল। মা আমাকে সাড়ে ৩ লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দিতে চাইছিলেন। রাতে আমি ভয়ে ঘুমাতে পারতাম না। আমাকে বালিশ চাপা দেওয়া হবে।

তিনি আরও বলেন, নানার বাড়ি গেলে, তারাও আমাকে একই কথা বলতেন। বিয়েটা করে ফেল। সাড়ে ৩ লাখ টাকা পাবি। লাগলে আরও টাকা বাড়িয়ে দেবে।

এদিকে সুকন্যা নিখোঁজের ঘটনায় তার মায়ের দায়ের করা মামলায় তার বন্ধু ইসতিয়াক এখন কারাগারে। এ বিষয়ে সুকন্যাকে প্রশ্ন করা হলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার বন্ধুর কোনো দোষ নেই।

এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ (এডিসি) বিশু বিশ্বাস বলেন, নিখোঁজ শিক্ষার্থী সুকন্যার সন্ধানে আমরা কাজ করছি। আমরা শুনেছি সে আজ সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছে। তবে শেষ সাংবাদিকদের সঙ্গে কথা বলে চলে গেছে কিন্তু কোথায় গেছে তা আমরা জানি না। আমরা তার সন্ধানে কাজ করে যাচ্ছি

এর আগে, শনিবার (২০ আগস্ট) নিখোঁজ ইয়াশার মা নাজমা ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, আমি মেয়ের সন্ধান চাই। আমাকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। আমার মেয়ের নাকি মানসিক সমস্যা। আবার ফোনে মেসেজ আসে আমার মেয়েকে নাকি মিরপুর ১, কখনও মিরপুর ১০-এ কখনও মিরপুর-১৪ তে নাকি দেখা গেছে। আমরা সেখানে গিয়ে খোঁজ পাইনি। সংশ্লিষ্ট থানা থেকেও বলছে এই ধরনের মেয়ে এলাকায় ঘুরতে দেখা যায়নি।

তিনি বলেন, আমি আমার মেয়েকে জীবিত অবস্থায় শুধু ফিরে পেতে চাই। কোনো বিচার চাই না, কারো বিরুদ্ধে অভিযোগ করতে চাই না।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top