শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন বন্ধ থাকলে শিক্ষার্থীদের ক্ষতি হবে না: শিক্ষামন্ত্রী

রায়হান রাজীব | প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২২, ০৫:৪১

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, এখন বিশ্বব্যাপী বিদ্যুৎ ও জ্বালানি সংকট চলছে। এই সময়ে আমরা যেন সাশ্রয়ী হতে পারি, এ কারণেই এমন উদ্যোগ গ্রহণ করেছি।

তিনি আরও বলেন, পরিকল্পনা অনুযায়ী সপ্তাহে পাঁচদিন আমরা ক্লাস করাবো। এ কারণে আমরা মনে করি না যে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে।

ডা. দীপু মনি বলেন, শিক্ষকরা অন্যদের তুলনায় বছরে ৫১ দিন বেশি কাজ করেন। সেই শিক্ষকরা যদি সপ্তাহে দুইদিন ছুটি পান সেক্ষেত্রে তারা নিজের কাজ করতে পারবেন। এছাড়া একটু বিশ্রাম নিয়ে বাকি পাঁচদিন তারা আরও উদ্যোমী হয়ে বেশি এনার্জি নিয়ে কাজ করবেন।

এর আগে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী ।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top