শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ফার্মেসি খোলার সময়সীমা নির্ধারণ করলেন মেয়র তাপস

রায়হান রাজীব | প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২২, ০১:৪২

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস

রাজধানীর বিভিন্ন স্থানের ওষুধের দোকান রাত ১২টা পর্যন্ত ও হাসপাতালের পাশে রাত ২টা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস।

বুধবার (২৪ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গত ২২ আগস্ট বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কোন্ ধরনের প্রতিষ্ঠান কতক্ষণ খোলা রাখা যাবে, তা নির্ধারণ করে ডিএসসিসি। প্রতিষ্ঠানের ধরনভেদে এ সময়সীমা নির্ধারণ করা হয়।

ডিএসসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্যবৃদ্ধিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রাত ৮টার পর দোকান, শপিংমল, মার্কেট, বিপণি বিতান, কাঁচাবাজার বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনা অনুযায়ী, ডিএসসিসির এখতিয়ারধীন এলাকায় ১ সেপ্টেম্বর সকাল থেকে সকল ধরনের দোকানপাট, শপিংমল, মার্কেট, বিপণি বিতান, কাঁচাবাজার, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও স্থাপনা রাত ৮টায় বন্ধ হবে। রান্না করা হয় এমন রেস্তোরাঁ রাত ১০টায় এবং খাবার সরবরাহ করা হয় এমন রেস্তোরাঁ রাত ১১টায় বন্ধ হবে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top