যেকোনো দেশ থেকে খাদ্য আমদানিতে কোনও বাধা নেই: বাণিজ্যমন্ত্রী
রায়হান রাজীব | প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২২, ০৩:২৫

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
টিপু মুনশি আরও বলেন, খাদ্য আমদানির ক্ষেত্রে রাশিয়া হোক বা ইউক্রেন হোক আন্তর্জাতিকভাবে কোনো বাধা নেই। পৃথিবীতে গ্লোবালি ২৪টা ব্যাংক আছে, যেগুলোর মাধ্যমে ডলার দিয়ে আমদানি করতে পারি। খাদ্য প্রয়োজন হলে আনতে হবে, তবে কোনো বাধা নেই।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে সচিবালয়ে খাদ্য আমদানি নিয়ে সরকারি উচ্চপর্যায়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ডলার সস্তায় খোঁজার ব্যাপারটি আলাদা বিষয়। সেটি নিয়ে আজ কোনো আলোচনা হয়নি। আমরা চেষ্টা করব ডলার রেটটা বাড়াতে। তেল নিয়ে কোনো আলোচনা হয়নি। রফতানির বিষয়ে কথাবার্তা বলা হয়েছে।
তিনি আরও বলেন, ওষুধ খাতে রপ্তানি বাড়ানোর চেষ্টা চলছে এবং অন্যান্য খাত থেকেও যাতে ডলার আয় বাড়ানো যায় সে চেষ্টা করা হচ্ছে।
বিষয়: খাদ্য আমদানি বাণিজ্যমন্ত্রী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।