শর্তসাপেক্ষে যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন আইজিপি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২২, ০৬:৩৬
জাতিসংঘ পুলিশ সামিটে যোগ দিতে যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। বৃহস্পতিবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
আইজিপি জাতিসংঘের নির্ধারিত কর্মসূচি ছাড়া যুক্তরাষ্ট্রে অন্য কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না— ভিসা দেওয়ার ক্ষেত্রে এমন শর্ত উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।
৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর দুই দিনব্যাপী অনুষ্ঠেয় জাতিসংঘের পুলিশ সামিটে অংশ নেওয়ার কথা রয়েছে আইজিপির। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে তিনিসহ ছয় সদস্যের একটি প্রতিনিধি দল এ সামিটে যোগ দেবে।
২০২১ সালের ১০ ডিসেম্বর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাবের) সাবেক মহাপরিচালক (ডিজি) ও বর্তমান আইজিপি বেনজীর আহমেদসহ র্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ও রাজস্ব বিভাগ।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।