ডিসেম্বর পর্যন্ত সারের পর্যাপ্ত মজুত রয়েছে : কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২২, ০৫:৩৬
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ডিসেম্বর পর্যন্ত সারের পর্যাপ্ত মজুত রয়েছে। সারের বাড়তি দাম ইস্যুতে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে সচিবালয়ে ভিয়েতনামের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, কারসাজি করে সারের দাম বাড়তি নেওয়া হচ্ছে। এ ইস্যুতে অনেক ডিলারের লাইসেন্স বাতিল হবে।
এর আগে গত ২৩ আগস্ট এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আগামী জানুয়ারি পর্যন্ত চাহিদা অনুযায়ী সব রকমের সারের পর্যাপ্ত মজুত রয়েছে। কাজেই সার নিয়ে কারসাজি করে কৃত্রিম সংকট তৈরি ও বেশি দামে বিক্রি করলে ডিলারদের লাইসেন্স বাতিল করা হবে। পাশাপাশি কৃত্রিম সংকটকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা হবে।
বিষয়: কৃষিমন্ত্রী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।