বিজিবি দিবস

সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনার চেষ্টা চলছে

নিউজ ফ্লাশ ৭১ | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২০, ১৯:১৯

নিজস্ব প্রতিবেদক:
সীমান্ত-হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম। কূটনৈতিক আলোচনা ও সীমান্তবর্তী জনগণের মধ‌্যে সচেতনতা বাড়িয়ে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (২০ ডিসেম্বর) বিজিবি দিবস উপলক্ষে পিলখানায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বিজিবি মহাপরিচালক। 

তিনি বলেন, ‘করোনার জন্য প্রতি বছরের মতো এ বছর বিজিবি দিবস পালন করা হচ্ছে না। তাই স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে এই দিবস উদযাপন করা হচ্ছে। মহামারির এই পরিস্থিতিতেও আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসছি।’

প্রযুক্তিগত দিক থেকে পৃথিবী এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিজিবিও তাল মিলিয়ে সময় উপযোগী করে এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে বিজিবি সদস্যদের নতুন নতুন অনুশীলন ও প্রশিক্ষণ করতে হবে বলেও জানান বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম।

এর আগে, সদর দপ্তরে রেজিমেন্টাল পতাকা উত্তোলন করেন মেজর জেনারেল সাফিনুল ইসলাম। একই সাথে সীমান্ত গৌরবে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধাও জানান মহাপরিচালক। মহামারি করোনা ভাইরাসের কারণে এবার বিশেষ দরবারে ভার্চুয়াল পদ্ধতিতে মহাপরিচালকের সাথে দেশের সব প্রান্ত থেকে যুক্ত হবেন বিজিবি সদস্যরা।

এনএফ৭১/এনএম/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top