প্রাথমিক শিক্ষক নিয়োগ
কোন বিভাগে কত পদ?
নিউজ ফ্লাশ ৭১ | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২০, ১৯:৫৭
নিজস্ব প্রতিবেদক:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের সব প্রক্রিয়া সংশোধনসহ সম্পন্ন হয়েছে। এবছর ৩২ হাজার ৫৭৭টি পদের বিপরীতে ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন আবেদন করেছেন। একটি পদের জন্য ৪০ জন চাকরি-প্রত্যাশী পরীক্ষায় অংশ নেবেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ঢাকা বিভাগে ২ লাখ ৪০ হাজার ৬১৯ টি, রাজশাহীতে ২ লাখ ১০ হাজার ৪৩০ টি, খুলনায় ১ লাখ ৭৮ হাজার ৮০৩ টি, ময়মনসিংহে ১ লাখ ১২ হাজার ২৫৬ টি, চট্টগ্রামে ১ লাখ ৯৯ হাজার ২৩৬ টি, বরিশালে ১ লাখ ৯ হাজার ৩৪৪টি, সিলেট ৬২ হাজার ৬০৭টি এবং রংপুর বিভাগে ১ লাখ ৯৬ হাজার ১৬৬ টি পদে আবেদন পত্র জমা পড়েছে। বিভাগ ভিত্তিক সবচেয়ে বেশি ঢাকা বিভাগে এবং সিলেট বিভাগে কম নিয়োগ দেয়া হবে।
প্রসঙ্গত, গত ২৫ অক্টোবর অনলাইনে আবেদন জমা নেয়া শুরু হয়ে ২৪ নভেম্বর রাতে আবেদন প্রক্রিয়া শেষ হয়। এর পরের ৭২ ঘণ্টা সময় ছিল পেমেন্ট করার জন্য।
রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন জেলা বাদে দেশের বাকি সব জেলার প্রার্থীরা আবেদন করতে পেরেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে।
এর আগে সর্বশেষ ২০১৮ সালের ৩০ জুলাই সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে মোট উত্তীর্ণ হন ৫৫ হাজার ২৯৫ জন, নিয়োগ দেয়া হয় ১৮ হাজার ১৪৭ জনকে।
সহকারী শিক্ষকদের বেতন হবে জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর গ্রেড ১৩ অনুযায়ী ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা।
এনএফ৭১/এবিআর/এনএম/২০২০
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।