বাংলাদেশের সীমান্তে মর্টার শেল নিক্ষেপ নিয়ে মিয়ানমারকে জিজ্ঞাসা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
রায়হান রাজীব | প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বৃহস্পতিবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
মন্ত্রী বলেন, আমাদের এখানে পড়েছে অ্যাশস্ট্রে। হঠাৎ করে চলে এসেছে। এ নিয়ে আমরা তাদের সঙ্গে আলাপ করেছি, জিজ্ঞাসা করেছি। তারা আগামীতে আরও সতর্ক হবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি ভারত সফরে যাবেন। এ ব্যাপারে সব সময় আমরা একটা ইভেন্ট করি। আমরা আপনাদের জানাব।
মোমেন বলেন, ২০১৪ সালে জাপান আর বাংলাদেশের অংশীদারত্ব জোরদার হয়। আজকে এখানে মেট্রোরেল দেখছেন; জাপানের সহায়তায় সম্ভব হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিদেশে যান, তখন শিনজো আবের সঙ্গে আলোচনা করে একটি বড় রকমের অনুদান নিয়ে আসেন; প্রায় ছয় বিলিয়ন ডলার।
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগ এবং ঢাকাস্থ জাপান দূতাবাসের যৌথ উদ্যোগে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
শোকসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভাপতিত্ব করেন। ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এতে বিশেষ অতিথি ছিলেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।