বিমান বাহিনীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
বাংলাদেশেই যুদ্ধবিমান তৈরি হবে: প্রধানমন্ত্রী
নিউজ ফ্লাশ ৭১ | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২০, ২০:৩৮
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশেই যুদ্ধবিমান তৈরি হবে এমন আশার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২০ ডিসেম্বর) সকালে যশোর বিমানবাহিনী একাডেমিতে অনুষ্ঠিত, শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ ২০২০ এর সমাপনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে এই আশার কথা শোনান সরকার প্রধান।
দেশ যা প্রত্যাশা করে, তা পূরণে যথাযথ দায়িত্ব পালনে বিমানবাহিনীর নবীন কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী ।
প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিভিত্তিক বাহিনী গড়ে তুলতে কাজ করছে তাঁর সরকার। যুদ্ধ করে অর্জিত দেশের মান ধরে রাখতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে বাহিনীর নবীন কর্মকর্তাদের নির্দেশ দেন সরকার প্রধান।
এর আগে, সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে যশোর বিমানবাহিনী একাডেমিতে অনুষ্ঠিত হয়, রাষ্ট্রপতি কুচকাওয়াজ ২০২০ এর সমাপনী অনুষ্ঠানসহ মনোজ্ঞ ফ্লাইং পাস উপভোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর পক্ষে, বিমানবাহিনীর ৭৭তম অফিসার কোর্স শেষ করা নবীন কর্মকর্তাদের ব্যাচ পড়িয়ে দেন, বিমানবাহিনী প্রধান।
পরে রাষ্ট্রীয় সালাম গ্রহণের মাধ্যমে শেষ হয় আনুষ্ঠানিক আয়োজন।
এনএফ৭১/এনএম/২০২০
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।