শিশুদের ফাইজারের আরও ২৫ লাখ টিকা দেবে যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২২, ২৩:০৯
বাংলাদেশের ৫-১১ বছর বয়সী শিশুদের জন্য আরও ২৫ লাখ ডোজ ফাইজারের টিকা অনুদান দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
সোমবার (৫ সেপ্টেম্বর) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
দূতাবাসের বার্তায় জানানো হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ৫-১১ বছর বয়সী শিশুদের জন্য আরও ২ দশমিক ৫ মিলিয়ন (২৫ লাখ) ডোজ ফাইজারের টিকা অনুদান দিয়েছে। এই টিকা বাংলাদেশের শিশুদের করোনাভাইরাস মোকাবিলায় সহায়তা করবে।
এ অনুদানের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের বাংলাদেশকে দেওয়া টিকার পরিমাণ দাঁড়াল ৮৮ মিলিয়ন (৮ কোটি ৮০ লাখ)।
বিষয়: ফাইজারের টিকা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।