ভার্চুয়ালি রামপাল বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করলেন শেখ হাসিনা-মোদি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২২, ০৭:১৮

ভার্চুয়ালি রামপাল বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করলেন শেখ হাসিনা- মোদি

বাংলাদেশের খুলনার রামপালে নির্মিত মৈত্রী বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ভার্চুয়ালি যৌথভাবে এ উদ্বোধন করেন তারা।

ভার্চুয়ালি ১ হাজার ৩২০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্রটির ইউনিট-১ এর পাশাপাশি দেশের আরও ৪টি প্রকল্পের উদ্বোধন করেন তারা। এর মধ্যে রয়েছে- রূপসা নদীর ওপর রেল সেতু, খুলনা-দর্শনা ও পার্বতীপুর-কাউনিয়া রেলপথ।

জানা গেছে, ভারতের লাইন অব ক্রেডিটের অধীনে রামপাল বিদ্যুৎকেন্দ্র তৈরি হচ্ছে। এতে লাইন অব ক্রেডিটের ১ দশমিক ৬ বিলিয়ন ডলারসহ মোট ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে।

এদিকে, ৫ দশমিক ১৩ কিলোমিটার আয়তনের রূপসা রেলসেতুটি ৬৪ দশমিক ৭ কিলোমিটারের খুলনা-মোংলা বন্দর সিঙ্গেল ট্র্যাক ব্রডগেজ রেল প্রকল্পের একটি অংশ। এর ফলে, খুলনার দর্শনা রেললাইন সংযোগ প্রকল্প বর্তমানে একটি আপগ্রেডেশন হিসেবে কাজ করবে। যেটি খুলনার বর্তমান ক্রস বর্ডার রেল সংযোগকেও সংযুক্ত করবে।

এছাড়া, পার্বতীপুর-কাউনিয়া রেললাইনের মিটারগেজকে ডুয়েলগেজ লাইনে রূপান্তর বাবদ ১২০ দশমিক ৪১ মিলিয়ন ডলার ব্যয় ধরা হয়েছে। এ প্রকল্পের ফলে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় রেল সংযোগ আরও বাড়ানো হবে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top