করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন মনজুরে মওলা
নিউজ ফ্লাশ ৭১ | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২০, ২২:০৪
নিজস্ব প্রতিবেদন:
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক কবি-প্রাবন্ধিক মনজুরে মওলা মারা গেছেন।
রোববার (২০ ডিসেম্বর) বেলা ১১টা দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত।
তিনি জানান, গত ৫ ডিসেম্বর করোনা পজিটিভ হওয়ার পর মনজুরে মাওলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর জানাজা ও দাফনের বিষয়ে পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেবেন।
প্রসঙ্গত, মনজুরে মওলা আশির দশকের শুরুর দিকে বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। তাঁর হাত ধরে প্রথম অমর একুশে গ্রন্থমেলা আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়ে ছিল।
এনএফ৭১/এবিআর/২০২০
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।