বই উৎসব
ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নিউজ ফ্লাশ ৭১ | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২০, ১৭:৫৭
নিজস্ব প্রতিবেদক:
নতুন বছর নতুন বই। শিক্ষার্থীদের হাতে এই নতুন বই তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবছর প্রধানমন্ত্রীর হাত ধরেই বই উৎসবের যাত্রা শুরু হয়।
করোনা পরিস্থিতির কারণে বই উৎসব ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩১ ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বই তুলে দিয়ে এর উদ্বোধন করা হবে। পরে সারা দেশে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেওয়া হবে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা নিউজফ্ল্যাশ৭১'কে জানিয়েছেন, ‘বই উৎসব প্রধানমন্ত্রী ভার্চুয়াল আয়োজনেই উদ্বোধন করবেন। তার পরের অংশ দুই মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদফতরের অধীনে। তারা সে সিদ্ধান্ত নেবে।’
তবে, করোনার কারণে অন্যান্যবারের মতো স্কুলগুলোতে এবার উৎসব হবে কিনা সে সিদ্ধান্ত এখনও নেয়নি শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি বছর ১ জানুয়ারি পাঠ্যপুস্তক উৎসব পালন করা হলেও করোনা পরিস্থিতির কারণে এবার এ উৎসব বাতিল করা হতে পারে।
এনএফ৭১/এনএম/২০২০
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।