বাংলাদেশের জাতীয় স্বার্থসম্পর্কিত বিষয়গুলো তুলে ধরবে প্রতিনিধিদল
জাতিসংঘের ৭৭তম অধিবেশনে যোগ দিতে কাল ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী
রায়হান রাজীব | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৬:৩২
প্রথমে তিনি যুক্তরাজ্যে যাবেন এবং সেখানে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করে ২০ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন। লন্ডনে অবস্থানকালে ১৯ সেপ্টেম্বর তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন।
আজ বুধবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাঁর দপ্তরে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী জানান, নিউইয়র্ক ভ্রমণের আগে প্রধানমন্ত্রী ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যে অবস্থান করবেন এবং নিউইয়র্ক সফর শেষে তিনি ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে অবস্থান করবেন।
মোমেন বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল ২০ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন। ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কপর্বে বক্তব্য দেবেন। প্রতিবারের মতো এবারও প্রধানমন্ত্রী বাংলায় বক্তব্য দেবেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা মহামারি ও বিশ্বে চলমান বিভিন্ন সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে খাদ্য ও জ্বালানি–সংকট তৈরি হয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে বিভিন্ন দেশে ব্যাপক মূল্যস্ফীতি হয়েছে। নতুন এ সংকটের ফলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোকে প্রতিকূলতার মুখোমুখি হতে হবে।
তিনি জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনে করোনা মহামারি, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকটের পাশাপাশি খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, বহুপাক্ষিকতাবাদ, টেকসই আবাসন, নিরাপদ, নির্ভরযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অবকাঠামো গঠনের বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে।
২০ সেপ্টেম্বর নারী নেতৃত্বের উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংকট মোকাবিলায় নারী নেতৃত্বের অভিজ্ঞতা, গৃহীত উত্তম পন্থা এবং সংকট মোকাবিলায় তাদের সাফল্য বৈশ্বিক বিভিন্ন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি আরও জানান, গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপের সভা হবে ২১ সেপ্টেম্বর এবং ওই গ্রুপে ছয়জন চ্যাম্পিয়নের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যতম। এ সভায় বর্তমান প্রেক্ষাপটে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রধানমন্ত্রী তাঁর সুচিন্তিত মতামত ব্যক্ত করবেন ।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।