রূপার দামে কোনো পরিবর্তন আসেনি

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে কমলো ১ হাজার ২৮৫ টাকা

রায়হান রাজীব | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৩

স্বর্ণ

পাঁচ দিনের ব্যবধানে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভা‌লো মা‌নের সোনার দাম ভরিতে কমানো হ‌য়ে‌ছে ১ হাজার ২৮৫ টাকা।

বুধবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এ তথ্য জানায়। এ দাম কার্যকর হবে বৃহস্পতিবার থেকে।

দাম কমে ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৮৩ হাজার ২৮০ টাকায়। ২১ ক্যারেট বিক্রি হবে ৭৯ হাজার ৪৯০ টাকায়। আর ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ৬৮ হাজার ১১৭ টাকায়।

এরআগে, ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছিল ৮৪ হাজার ৫৬৪ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৮০ হাজার ৭১৫ টাকা ও ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৬৯ হাজার ১৬৮ টাকায় বিক্রি হয়েছে।

সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৫৭ হাজার ৩৮৭ টাকা। এখন তা কমে বিক্রি হবে ৫৬ হাজার ৪৫৪ টাকায়। তবে রূপার দামে কোনো পরিবর্তন আসেনি।

ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রূপার দাম এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top