ডেঙ্গুর অধিক ঝুঁকিতে রাজধানীর ২৭টি ওয়ার্ড

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২, ০২:৪১

ডেঙ্গুর অধিক ঝুঁকিতে রাজধানীর ২৭টি ওয়ার্ড

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৪টি ও উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৩টি ওয়ার্ড ডেঙ্গুতে অধিক ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেন, রাজধানীর দুই ওয়ার্ডে ২১টি টিম ১০ দিনব্যাপী ৩ হাজার ১৫০টি বাড়িতে সার্ভে পরিচালনা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সার্ভেতে ২ হাজার ৮২৯টি বাড়িতেই নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে, আর ১৫৯টি বাড়িতে ডেঙ্গু ফলাফল পজিটিভ এসেছে।

অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, মোট পজিটিভ আসা বাড়িগুলোর মধ্যে ৬৩টি বাড়ি ডিএনসিসিতে এবং ৯৬টি বাড়ি ডিএসসিসিতে অবস্থিত।



বিষয়: ডেঙ্গু


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top