জাতিসংঘে পদ্মা সেতুর আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২, ২২:২৪
জাতিসংঘ সদর দপ্তরে পদ্মা সেতু নিয়ে আয়োজিত আলোক চিত্র প্রদর্শনী পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন জানান, বুধবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত এ চিত্র প্রদর্শনী পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
শাখাওয়াত মুন জানান, পদ্মা সেতু নিয়ে এ আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শনের সময় ইকোসকের প্রেসিডেন্ট জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) প্রেসিডেন্ট লাচেজারা স্টোভাসহ বেশ কয়েকজন বিদেশি অতিথি উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব বলেন, পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশী অতিথিদের বলেন, আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করি। পদ্মা সেতু নির্মাণ আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। দুর্নীতির অভিযোগ এনে বিশ্বব্যাংক দোষারোপের চেষ্টা করেছিল। পরিবর্তীতে প্রমাণ হয়েছে সেখানে কোনো দুর্নীতি হয়নি।
বিষয়: জাতিসংঘ পদ্মা সেতু প্রধানমন্ত্রী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।