ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
রায়হান রাজীব | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২, ০০:৪৭
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সদ্য নিয়োগ পাওয়া চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
বুধবার (২৮ সেপ্টেম্বর) প্রতারণার অভিযোগে ঢাকার একটি আদালত এ পরোয়ানা জারি করেন।
এরআগে, ২২ সেপ্টেম্বর ইভ্যালির দায়িত্ব নেন প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন।
গেল ২১ এপ্রিল চেক প্রতারণার ৯ মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেলকে জামিন দেন আদালত।
ওই দিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পেলেও তার বিরুদ্ধে আরও মামলা থাকায় কারামুক্ত হতে পারেননি রাসেল। তবে শামীমা নাসরিন বর্তমানে জামিনে রয়েছেন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।