দুই বছর পর ছায়ানটে শরৎ উৎসব
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৯
সংগীতায়ন ছায়ানট ছাতিম, শেফালি আর কাশফুলের এই ঋতুকে সুর-নৃত্য-গীতে বরণ করার প্রস্তুতি নিয়েছে আশ্বিনের পনেরোতম প্রভাতে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় শরৎ বন্দনার এ আয়োজন করেছে ছায়ানট।
ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা জানান, শুক্রবার সকাল ৭টায় শরতের অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠান সাজানো হয়েছে একক ও সম্মেলক গান, নৃত্য, পাঠ ও আবৃত্তি দিয়ে।
তিনি আরও জানান, কোভিড পরিস্থিতির জন্য গত দুই বছর উন্মুক্ত প্রাঙ্গণে এই আয়োজন সম্ভব হয়নি। এবারের আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় হবে।
লাইসা আহমেদ লিসা বলেন, বাংলাদেশের মতো ছয় ঋতুর দেশ তো কোথাও পাওয়া যাবে না। আমরা যে প্রকৃতির সন্তান, তা এ ঋতুচক্রের মধ্য দিয়ে বুঝতে পারি। এ আয়োজনের মধ্য দিয়ে ঋতুচক্রের মতোই আমরা মিলেমিশে আছি। একইসাথে এ উৎসবের মধ্যে দিয়ে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভাতৃত্বের চর্চা করি। গানের মধ্য দিয়ে আমরা ঋতুর মত সকলের সাথে মেলবন্ধন তৈরি করি। সেই জায়গা থেকেই প্রীতি ও ভালোবাসার টানে সবার একত্রিত হওয়া।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।