বনানী কবরস্থানে শায়িত হলেন তোয়াব খান
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২, ০৯:৩৯
একুশে পদকপ্রাপ্ত প্রথিতযশা সাংবাদিক তোয়াব খানকে সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করা হয়েছে।
২৫ বছর আগে ছোট মেয়ে এষা খানকে যে কবরে সমাহিত করা হয়েছিল, সেটিতেই শেষ শয্যা হলো বাবা তোয়াব খানের।
বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তোয়াব খানকে রাজধানীর বেসরকারি ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার (১ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি মারা যান।
সোমবার (৩ অক্টোবর) সকালে তোয়াব খানের সর্বশেষ কর্মস্থল দৈনিক বাংলা ও নিউজবাংলা কার্যালয় প্রাঙ্গণে প্রথম জানাজা হয়। পরে তাকে নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। এরপর মরদেহ নেওয়া হয় জাতীয় প্রেস ক্লাবে। সেখানে শ্রদ্ধা নিবেদন ও জানাজা হয়। আসরের নামাজের পর গুলশান সেন্ট্রাল মসজিদে হয় তৃতীয় জানাজা। সেখান থেকে মরদেহ নেওয়া হয় বনানী কবরস্থানে।
বনানী কবরস্থানে তোয়াব খানকে সমাহিত করার সময় স্ত্রী, মেয়ে, ছোট ভাই, ভাগ্নে, ফুপাতো ভাইসহ পরিবারের অন্য সদস্য ও স্বজন উপস্থিত ছিলেন। পরে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আগামী বুধবার (৫ অক্টোবর) বাদ আসর তোয়াব খানের বনানীর বাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।