বাংলাদেশ-ভারত

রক্তের বন্ধনে আবদ্ধ বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক 

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২০, ২৩:৫৪

বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্তের বন্ধনে আবদ্ধ বলে জানিয়েছেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সুসম্পর্কের সূচনা করেছিলেন বলেও মন্তব্য করেন তিনি। 

বুধবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন ও মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

দোরাইস্বামী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ-ভারতের যে সুসম্পর্ক স্থাপন করেছিলেন তারই ধারাবাহিকতায় দু'দেশের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে; ভবিষ্যতে আরও জোরদার হবে। করোনায় নিহত আওয়ামী লীগের নেতাদের স্মরণ করেন, করোনার ভ্যাকসিন ভারত সরকার যখন পাবে তখন বাংলাদেশকেও পেতে সহযোগিতা করবে।‘

আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশ-ভারত রক্তের রাখিবন্ধনে আবদ্ধ। সীমান্তে সন্ত্রাসী ও জঙ্গীবাদের বিরুদ্ধে অভিন্ন দৃষ্টি ভঙ্গী রয়েছে। কাউকে সীমান্তে বাংলায় মাটি ব্যবহার করতে দেওয়া হবে না।’

আরও পড়ুন: আ'লীগ কার্যালয় পরিদর্শন ভারতীয় হাইকমিশনারের

এর আগে সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভারতীয় হাইকমিশনার পৌঁছালে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাঁকে স্বাগত জানান। 

পরে দোরাইস্বামী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বিষয় নিয়েও আলোচনা করেন। 

এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম, আফজাল হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপদপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

এনএফ৭১/এনএম/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top