লোডশেডিং আগের চেয়ে কমেছে : প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২২, ০৯:১৯
দেশে লোডশেডিং আগের চেয়ে কমেছে বলে দাবি করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
শুক্রবার (৭ অক্টোবর) রাজধানীতে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
দেশের বিভিন্ন জায়গায় একযোগে বিদ্যুৎ বিপর্যয়ের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় গ্রিডে হঠাৎ কী কারণে সমস্যা দেখা দিয়েছে, তা চট করে বলা যাবে না। তদন্ত শেষে রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে।
তিনি বলেন, লোডশেডিং আগের চেয়ে কমেছে, তবে এখনও দিনে ৫০০-৭০০ মেগাওয়াট লোডশেডিং হচ্ছে।
নসরুল হামিদ বলেন, বিশ্ব ব্যাংকের দীর্ঘসূত্রতা ও করোনার কারণে বিদ্যুতের সঞ্চালন ব্যবস্থাপনার আধুনিকায়নের অনেক কাজ পিছিয়ে যায়। তবে বিষয়টিতে এখনও গুরুত্ব দেওয়া হচ্ছে। আধুনিক প্রযুক্তিসম্পন্ন নিরবচ্ছিন্ন গ্রিড পেতে আরও প্রায় ২ বছর সময় লাগতে পারে।
সরকার নবায়নযোগ্য জ্বালানি যেমন সোলার বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ থেকে ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার সুযোগ নিয়ে কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী।
বিষয়: লোডশেডিং প্রতিমন্ত্রী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।