টি-টোয়েন্টি অলরাউন্ডারদের শীর্ষস্থানে ফিরলেন সাকিব

রায়হান রাজীব | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২২, ০৫:৩৪

সাকিব আল হাসান

টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামার আগেই সুসংবাদ পেলেন সাকিব আল হাসান। আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ড র‌্যাংকিংয়ে ফের বিশ্বসেরা হলেন বাংলাদেশি অধিনায়ক। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন এই তারকা।

আফগানিস্তানের মোহাম্মদ নবিকে হটিয়ে আবারো টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরেছেন টাইগার অধিনায়ক। বুধবার (১৯শে অক্টোবর) প্রকাশিত আইসিসির সর্বশেষ র‌্যাংকিংয়ে দেখা যায়, সাকিব আল হাসান ২৬৬ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে আছেন।

মূলত নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে টানা দুই হাফসেঞ্চুরির সুবাদে নিজের সিংহাসন পুনরুদ্ধার করেন সাকিব। এরআগে, ২৮শে সেপ্টেম্বর প্রকাশিত আইসিসির হালনাগাদ র‌্যাংকিংয়ে দেখা যায় ২৪৬ রেটিং নিয়ে টি-টোয়েন্টির অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে ছিলেন আফগানিস্তানের নবি। ২৪৩ রেটিং নিয়ে দুইয়ে ছিলে সাকিব।

তবে নতুন প্রকাশিত র‌্যাংকিংয়ে সাকিবের রেটিং পয়েন্ট বেড়েছে ২৩। আর আগের ২৪৬ পয়েন্টেই আছেন নবি। এছাড়া তিনে আছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি। তার রেটিং ১৮৮। চারে আছেন নামিবিয়ার জেজে স্মিট, পাঁচে শ্রীলঙ্কার ওয়ানিদু হাসারাঙ্গা।

এদিকে, ব্যাটিং র‌্যাংকিংয়ে শীর্ষ দশে কোনো পরিবর্তন আসেনি। বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থানে লিটন দাস (৩৬), একধাপ এগিয়ে আফিফ হোসেন ৪৩ নম্বরে ও সাকিব আল হাসান আছেন ৫৭ নম্বরে।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দল কোন ম্যাচ না জিতলেও সাকিব ১৫৪ রান করেছেন ১৫০.৯৮ স্ট্রাইকরেটে। নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৪ বলে ৭০ রানের ইনিংস ছাড়াও পাকিস্তানের বিপক্ষে ৪২ বলে ৬৮ রানের ইনিংস খেলেছেন। 

সেপ্টেম্বরেই টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডার হয়েছিলেন সাকিব আল হাসান। পরে মোহাম্মদ নবির কাছে সিংহাসন হারিয়েছিলেন। ত্রিদেশীয় সিরিজে দল ভালো না করলেও ব্যক্তিগত নৈপুণ্যে আবার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলে নিয়েছেন বাংলাদেশ অধিানায়ক।

বলা চলে শীর্ষস্থান নিয়ে সাকিব আল হাসান ও মোহাম্মদ নবির মধ্যে প্রতিযোগিতা চলছে। একবার সাকিব এগিয়ে যানতো আরেকবার নবি। গত সেপ্টেম্বরে তাকে হটিয়েই র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরূদ্ধার করেছিলেন সাকিব।

আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ না খেলার কারণে ফের নবির কাছে শীর্ষস্থান হারান। তবে বুধবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) র‌্যাঙ্কিং হালনাগাদ করায় সেখানে আবারও শীর্ষস্থান দখল করেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।

 

 

 

 

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top