ডেঙ্গুতে মৃত্যু ৪ জনের, হাসপাতালে ভর্তি ৮৯৬
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২২, ০৬:৪৫
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯৬ জন।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৩৭ জন এবং ঢাকার বাইরের ৩৬৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ১৭৪ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিচ্ছেন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ হাজার ৬৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৫ হাজার ৪১৪ জন। মারা গেছেন ১১০ জনে।
বিষয়: ডেঙ্গু আক্রান্ত ডেঙ্গুজ্বর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।