ডাচদের হারিয়ে অবশেষে স্বস্তির জয় পেল বাংলাদেশ
১৫ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপে শুভ সূচনা বাংলাদেশের
রায়হান রাজীব | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২, ০২:৩০
অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৯ রানে হারালো বাংলাদেশ। তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে জয় দিয়ে মিশন শুরু করলো টাইগাররা।
হোবার্টের বেলেরিভ ওভালে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে বাংলাদেশ। নেদারল্যান্ডসের বোলিং দাপটে শুরুতেই হোঁচট খায় টাইগাররাা। সৌম্য সরকার আউট হন নিজের ব্যক্তিগত ১৪ রানে। এরপর তেমনভাবে কেউই দাঁড়াতে পারেনি। আফিফ হোসেনের ব্যক্তিগত ৩৮ রানই দলের পক্ষে সর্বোচ্চ।
১৪৫ রানের জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৩৫ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। এছাড়া, হাসান মাহমুদ ২টি এবং সাকিব ও সৌম্য তুলে নিয়েছেন ১টি করে উইকেট।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।