কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক কাজল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২০, ২৩:৩৯
দীর্ঘদিন কারাভোগের পর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল। শুক্রবার (২৫ ডিসেম্বর) ১১টার দিকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হওয়ার সময় কারাফটকে পরিবারের সদস্যসহ স্বজনরা উপস্থিত ছিলেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, গত ১৭ ডিসেম্বর রাজধানী হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে জামিন দেন হাইকোর্ট।
ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া জানান, ২৪ নভেম্বর শেরে বাংলা নগর থানার মামলায়ও হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন সাংবাদিক কাজল। এখন তার জামিনে মুক্তিতে বাধা নেই।
প্রসঙ্গত, ঢাকা থেকে নিখোঁজের ৫৩ দিন পর ২ মে রাতে ভারতীয় সীমান্ত সাদিপুর থেকে অনুপ্রবেশের অভিযোগে যশোরের বেনাপোলের ফটো সাংবাদিক ও দৈনিক পক্ষকালের সম্পাদক শফিকুল ইসলাম কাজলকে গ্রেপ্তার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এনএফ৭১/এবিআর/২০২০
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।