পানিবন্দি হয়ে দুর্ভোগের শিকার হন নগরবাসী
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রাজধানী জুড়ে জলাবদ্ধতা, দুর্ভোগের শিকার নগরবাসী
রায়হান রাজীব | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২, ০৪:২২
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার ঢাকায় দিনভর বৃষ্টি হয়েছে। সন্ধ্যার পর বাড়ে বৃষ্টির তীব্রতা, ছিল ঝোড়ো হাওয়াও। টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলজট।
ফলে গাড়ি চলে থেমে থেমে, লেগে থাকে তীব্র যানজট। অনেক এলাকার প্রধান সড়কসহ অলিগলি তলিয়ে যায়। ফলে ওইসব এলাকার দোকানপাট ও বাসাবাড়ির ভেতরেও ঢুকে পড়ে পানি। আর পানিবন্দি হয়ে দুর্ভোগের শিকার হন নগরবাসী।
এমন অবস্থাতেই হাঁটু সমান পানি মারিয়ে ভিজে একাকার হয়ে জীবিকার তাগিদে ঘর থেকে বের হন মানুষ। তারা এক হাতে ছাতা, অন্যহাতে জুতা; আবার কখনো এক হাতে জুতা, অন্যহাতে হাঁটু পর্যন্ত কাপড় উঠিয়ে ধীরে ধীরে রাস্তা পার হন।
কেউ আবার রিকশার সিটের ওপরে বসে, কেউবা ভ্যানে করে কোনোভাবে পানি পার হন। আর এ সুযোগে রিকশাচালকরা হাঁকান বেশি ভাড়া।
খিলক্ষেতের বাসিন্দা জহিরুল ইসলাম বলেন, দরজা দিয়ে অনবরত পানি ঢুকেছে। বাধ্য হয়ে মালামাল উঁচুস্থানে তুলেছি। কিছু মালামাল এরই মধ্যে নষ্ট হয়েছে। এমন একটা অবস্থা, খাটে প্রয়োজনীয় জিনিসপত্র তো দূরের কথা ঘুমানোর জায়গাও নেই।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, ডিএনসিসির ১০টি অঞ্চলেই জলাবদ্ধতা দূর করার জন্য সোমবার থেকেই একাধিক টিম কাজ করছে।
এরআগে, সোমবার রাতে প্রচণ্ড বেগে উপকূলে আছড়ে পড়ে রীতিমতো তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় সিত্রাং। অবশ্য রাতেই এটি দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়। তবে আজ সকালে বৃষ্টি হয়নি। রোদ দেখা গেছে আকাশে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।