টেকনাফে চলছে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠক

রায়হান রাজীব | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২২, ০৩:১২

বিজিবি ও বিজিপির পতাকা বৈঠক

মিয়ানমার সীমান্তের ওপারে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে বিজিবি ও বিজিপির পতাকা বৈঠক চলছে।

রোববার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় শাহপরীর দ্বীপ জেটি ঘাট সংলগ্ন বিজিবির সাউদান রেস্ট হাউজে বৈঠকটি শুরু হয়। এরআগে, সকাল ৯টায় শাহপরীর দ্বীপ জেটি ঘাটে পৌঁছায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল।

বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, সকাল ৯টায় মিয়ানমারের বিজিপির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল টেকনাফে পৌঁছে। পরে সকাল সাড়ে ৯টায় শাহপরীর দ্বীপ জেটি ঘাট সংলগ্ন বিজিবির সাউদান রেস্ট হাউজে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকটি শুরু হয়। এতে বিজিবির ১০ সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছে।

বিজিবি জানিয়েছে, গত প্রায় তিন মাস ধরে মিয়ানমার অভ্যন্তরে চলমান গোলাগুলিকে কেন্দ্র করে সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এতে আতংকে রয়েছেন বাংলাদেশ সীমান্তের বাসিন্দারা। সীমান্তের এ পরিস্থিতি নিয়ে শুরু থেকে দু'দেশের সীমান্তরক্ষী বাহিনীর মাঝে নানা পর্যায়ে যোগাযোগ চলছিল। এ নিয়ে বিভিন্ন সময়ে বিজিবির পক্ষ থেকে বিজিপির কাছে একাধিকবার চিঠিও পাঠানো হয়।

এর প্রেক্ষিতে শুক্রবার বিকালে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি বৈঠকে বসতে রাজি বলে একটি চিঠি পাঠায়। এরপর রোববার টেকনাফে বিজিবি ও বিজিপির মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top