রাস্তায় গাড়ি ভাঙচুর করলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২২, ০৩:৫০
রাস্তায় যদি প্রতিবন্ধকতা তৈরি হয় কিংবা গাড়িঘোড়া ভাঙচুর করা হয় সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সচিবালয়ের গণমাধ্যমকেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাস। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।
সরকারের মেয়াদের শেষ দিকে রাজনৈতিক অস্থিরতা দেখা যায়। এখন আমরা সেটা লক্ষ্য করছি- এমন এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, আওয়ামী লীগ সব সময়েই মনে করে যে নির্বাচনের মাধ্যমে পাবলিক ম্যান্ডেটে সরকার বদল হবে। আমাদের দুর্ভাগ্য, আমরা অনেক কিছুই দেখেছি, ষড়যন্ত্র দেখেছি। এগুলোর মাধ্যমেও ক্ষমতা বদল হয়ে গিয়েছিল।
তিনি বলেন, আওয়ামী লীগ এবং আমাদের প্রধানমন্ত্রী সব সময়ই মনে করেন সরকার বদল করবার একমাত্র উপায় হলো নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট। সেজন্য সংবিধান অনুযায়ী ৫ বছর পর পর নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হয়, আর সেই নির্বাচনকেই আওয়ামী লীগ সরকার বিশ্বাস করে। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো একটু সক্রিয় হয়ে যায় কিংবা নানান ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে, যাতে একটা বিশৃঙ্খল পরিবেশ কিংবা উত্তেজনা সৃষ্টি হয়। নির্বাচনের সময় এটা অস্বাভাবিক কিছু নয়।
তিনি বলেন, আমরা দেখেছি নির্বাচনের সময়ে যার যার দলের কথা, ব্যক্তিগত প্রচারণা নিয়ে অনেক সময় অনেক কিছু হয়ে থাকে। আমাদের প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, যেকোনো দল তার কর্মকাণ্ড করবেন। তাতে আমাদের আপত্তি নেই।
যদি ভাঙচুর বা অন্য কোনো কিছু হয় তাহলে মামলা হবেই এমনটা জানিয়ে মন্ত্রী বলেন, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। কালকে একজন বিচারপতির গাড়ি ভাঙচুর হয়েছে। বিচারপতি স্বাভাবিক প্রক্রিয়ায় মামলা করেছেন। এই মামলা তো হবেই। এখানে রাজনীতির গন্ধ আনা উচিত নয়।
পুরোনো রাজনৈতিক মামলা সক্রিয় হচ্ছে কী না- এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুরোনো মামলা রয়ে গেছে। এগুলো নিষ্পত্তি করতে হবে। পুরোনো বলে কিছু না। পুরোনো মামলা তো যুগ যুগ ধরে রাখবো না। নতুন করে কিছু হচ্ছে না।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।