কুকুর লেলিয়ে কলেজছাত্র হিমাদ্রী হত্যা
হাইকোর্টের রায়ে ৩ জনের মৃত্যুদণ্ড বহাল, দুজন খালাস
রায়হান রাজীব | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২২, ০৬:২১
চট্টগ্রামের বহুল আলোচিত পাঁচলাইশে ১০ বছর আগে কলেজ ছাত্র হিমাদ্রি মজুমদারের পেছনে কুকুর লেলিয়ে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির আপিলের রায় ঘোষণা করা হয়েছে। রায়ে তিন আসামির ফাঁসি বহাল এবং দুই আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
যে তিন জনের ফাঁসি বহাল রেখেছেন হাইকোর্ট তারা হলেন-রিয়াদ, শাওন ও ড্যানি। সেই সঙ্গে খালাস পাওয়া দুইজন হচ্ছেন সাজু ও টিপু।
এরআগে, ২০১৬ সালের ১৪ আগস্ট হিমাদ্রি হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন চট্টগ্রামের একটি আদালত।
পাঁচলাইশ এলাকার একটি ইংলিশ মিডিয়াম স্কুলের এ-লেভেলের পরীক্ষার্থী ছিল হিমাদ্রি। হিমাদ্রি মাদকবিরোধী সংগঠন শেকড়ের সক্রিয় সদস্য ছিল। এ নিয়ে প্রধান আসামি শাহ সেলিম টিপুর ছেলে রিয়াদের সাথে তার বিরোধ।
এ বিরোধের জের ধরে ২০১২ সালের ২৭ এপ্রিল নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় শিল্পপতি শাহ সেলিম টিপুর ‘ফরহাদ ম্যানশন’ নামের ১০১ নম্বর বাড়ির ছাদে হিমুকে একটি কক্ষে আটকে রেখে জার্মানির তিনটি হিংস্র কুকুর ছেড়ে দেয়া হয়।
হিংস্র কুকুরের আক্রমণে রক্তাক্ত হিমুকে ফেলে দেয়া হয় চারতলার ছাদ থেকে। ঢাকা এবং চট্টগ্রামের দু’টি হাসপাতালে টানা ২৬ দিন যন্ত্রণা শেষে ২৩ মে মৃত্যুবরণ করে হিমু। এ ঘটনায় তার মামা শ্রীপ্রকাশ দাশ বাদী হয়ে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন।
একই বছরের ৩০ অক্টোবর পুলিশ পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। ২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের মহানগর দায়রা জজ এসএম মজিবুর রহমান এ মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
২০১৬ সালের ১৪ অগাস্ট চাঞ্চল্যকর এ মামলার পাঁচ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেন চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলাম।
পরে মৃত্যুদণ্ড অনুমোদনের নিয়ম অনুযায়ী ওই বছরই মামলার সব নথিপত্র আসে হাই কোর্টে। এদিকে দণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেন আসামিরা। দীর্ঘদিন পর এ মামলার শুনানি শেষে বৃহস্পতিবার রায় দিল হাই কোর্ট।
বাদীপক্ষ ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হওয়ায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত ফাঁসির রশিতে ঝুলিয়ে আসামিদের মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন আদালত।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।