বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

দেশে আরও ১৮ জনের করোনা শনাক্ত

নিশি রহমান | প্রকাশিত: ২১ নভেম্বর ২০২২, ০২:২৫

দেশে আরও করোনা শনাক্ত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৩৪৩ জনে। এ ছাড়া নতুন করে কারও মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৩০ জনে অপরিবর্তিত থাকল।শনিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ১১৮ জন। ফলে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৪ হাজার ৬০৪ জন।

উল্লেখ্য, দেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যু ঘটে। এরমধ্যে গত বছরের ৫ ও ১০ আগস্ট দুইদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৬ হাজার ৩৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৪ হাজার ৬০৪ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ৪৩০ জন।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top