রোহিঙ্গাদের ৩.৭ মিলিয়ন ডলার সহায়তায় দেবে জাপান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২, ১১:৫৪

রোহিঙ্গাদের ৩.৭ মিলিয়ন ডলার সহায়তায় দেবে জাপান

নোয়াখালীর ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের ৩ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা করতে জাপান ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপি) মধ্যে চুক্তি সই হয়েছে।

মঙ্গলবার ( ২২ নভেম্বর) এ চুক্তি সই হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকাস্থ জাপানি দূতাবাস।

জাপানের এ অর্থ ভাসানচর এলাকার জনগোষ্ঠীর জন্য যৌন ও প্রজনন স্বাস্থ্য পরিষেবা, লিঙ্গভিত্তিক সহিংসতা থেকে নারীদের মর্যাদা রক্ষা ও নিরাপত্তা, কিশোর-যুবকদের ক্ষমতায়নে ব্যবহার করা হবে।

এ বিষয়ে বাংলাদেশে ইউএনএফপিএর প্রতিনিধি ক্রিস্টিন ব্লখুস বলেছেন, এই উদ্যোগের ফলে ভাসানচরের নারীদের স্বাস্থ্যসুবিধা জোরদার হবে। ইউএনএফপিএর প্রতি আস্থা প্রকাশ করায় জাপান সরকারকে ধন্যবাদ জানাই।

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, ‘কক্সবাজার ও ভাসানচরের রোহিঙ্গা শরণার্থীদের এবং ইউএনএফপির মাধ্যমে আশ্রয়দাতা সম্প্রদায়গুলোকে অতিরিক্ত সহায়তা দিতে পেরে জাপান আনন্দিত। দীর্ঘায়িত রোহিঙ্গা সংকটের কারণে অনেক নারী প্রজনন স্বাস্থ্য সমস্যায় ভুগছে। এসব এলাকায় সহায়তা তুলনামূলকভাবে দুষ্প্রাপ্য। আমি আশা করি, এই সহায়তা নারীদের সুরক্ষা দেবে। তাদের মর্যাদা এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে অবদান রাখবে।’

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top