জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তারকৃত রাফির ১০ দিনের রিমান্ড আবেদন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২২, ০৩:৪৭
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ফটক থেকে পুলিশের কাছ থেকে জঙ্গি ছিনিয়ে নেওয়ার মামলায় গ্রেপ্তারকৃত মেহেদী হাসান অমি ওরফে রাফির ১০ দিনের রিমান্ড আবেদন করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসি’র পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ আবুল কালাম আজাদ কোতয়ালী থানায় সন্ত্রাস বিরোধ আইনে করা মামলায় এ রিমান্ড আবেদন করেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে বিকেল ৩টার দিকে রিমান্ড বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে বুধবার মেহেদীকে গ্রেপ্তার করে সিটিটিসি। সিটিটিসি সূত্র জানায়, জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সরাসরি অংশ নিয়েছিলেন মেহেদী। তিনি আনসার আল ইসলামের সামরিক শাখার সদস্য। তার বাড়ি সিলেটে।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।