উন্নয়নের খরচটা কী রকম? হিসাব চান ডা. জাফরুল্লাহ চৌধুরী

রায়হান রাজীব | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২, ০৭:১৬

ডা. জাফরুল্লাহ চৌধুরী

 

পদ্মা সেতু নির্মাণে খরচ হওয়ার কথা ছিল সাত হাজার কোটি টাকা, সেখানে খরচ হয়েছে ৪৫ হাজার কোটি টাকা। এত টাকা কোথায় কোথায় খরচ হয়েছে— তার একটা হিসাব পেলে আমরা আপনার ওপর খুশি হবো। আপনি হেরেও জিতে যাবেন। সত্য কথা বলতে ভয় পাবেন না।

ডা. জাফরুল্লাহ বলেন, কৃষক-শ্রমিক যা আয় করে, তার এক-তৃতীয়াংশ চাল কিনতে খরচ হয়ে যায়। তার আয়ের ৮২ শতাংশ খরচ হয়ে যায়। আর বাকি ব্যয়গুলো তো আছেই।’

তিনি বলেন, আপনি যদি বিশ্বাস করেন আপনি এত উন্নয়ন করেছেন, তাহলে একটা সুষ্ঠু নির্বাচন দেন। সুষ্ঠু নির্বাচন দিতে হলে সুষ্ঠু ভোটের প্রয়োজন, যা আপনার আমলে সম্ভব না।

নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না বলেন, প্রধানমন্ত্রী পরশু দিন যশোরে জনসভা করেছেন। সেখানে তিনি যে বক্তৃতা দিয়েছেন, সেটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে লিখে রাখা যাবে।

তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, আমাদের কোনও রিজার্ভের সংকট নেই। তাহলে আইএমএফের কাছে ঋণ চেয়েছেন কেন? মানুষ সংকটে পড়লেই কি না ধার চায়।

শনিবার (২৬ নভেম্বর) রাজধানীর জহুর হোসেন চৌধুরী হলে এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন।

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top