১০ ডিসেম্বর নয়াপল্টনেই সমাবেশ করবে বিএনপি: রিজভী

নিশি রহমান | প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২, ০৬:০৬

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

আমরা তো সব সময় এখানেই শান্তিপূর্ণ সমাবেশ করে আসছি। এখানে গণসমাবেশ করতে কোনো সমস্যা দেখি না। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ হলে নেতাকর্মীরাও স্বাচ্ছন্দ বোধ করে। আজ সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে  মতবিনিময়কালে এ কথা বলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী  বলেন, ‘ঢাকার সমাবেশ নিয়ে এখনো আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। গণমাধ্যমে জানতে পারছি সরকার অন্য জায়গায় অনুমতি দিতে চায়। আমাদের সিদ্ধান্ত হচ্ছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই সমাবেশ হবে। এখানে অতীতেও আমরা অনেকগুলো বড় সমাবেশ করেছি। তাই এখানে সমাবেশের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন জানে কীভাবে নয়াপল্টনে সমাবেশ হয়ে থাকে। কেননা সভা হচ্ছে আমাদের, সুন্দর ও সুশৃঙ্খল করার দায়িত্ব তো আমাদেরই।’

তিনি আরও বলেন,‘আমাদের সমাবেশ নিয়ে গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন হবে বলেই আমাদের প্রত্যাশা। সরকার বিএনপির সমাবেশের অনুমতি নিয়ে তাণ্ডব চালাচ্ছে। কখনো অনুমতি দেয়, কখনো দেয় না। অনেক সময় অনুমতি দিলেও শারীরিক আক্রমণ করছে। ২২ আগস্ট থেকে এ পর্যন্ত আমাদের ৮ নেতা মারা গেছেন। সর্বশেষ আমাদের সাবেক এমপি শাজাহান খান মারা গেছেন। শেখ হাসিনার আক্রমণ থেকে জনপ্রতিনিধি থেকে শুরু করে কেউ বাদ যায়নি।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top