আগামী বছর চালু হবে বঙ্গবন্ধু জাতীয় শিল্প পুরস্কার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০, ০১:০৭

ছবি: নিউজফ্ল্যাশ৭১

২০২১ সাল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে 'বঙ্গবন্ধু জাতীয় শিল্প পুরস্কার' চালু করবে শিল্প মন্ত্রণালয়। শিল্প খাতে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার প্রদান করা হবে।

সোমবার (২৮ ডিসেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ তথ্য জানান শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প সচিব কে এম আলী আজম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, দেশের যেসব কারখানা শিল্প উন্নয়নে কাজ করছে তাদের অনুপ্রেরণা দিতে শিল্প মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা করে। সেই লক্ষ্যে আগামী বছর থেকে বঙ্গবন্ধু জাতীয় শিল্প পুরস্কার প্রদান করা হবে। ইতোমধ্যে এ পুরস্কার প্রদানের জন্য কাজ শুরু হয়েছে।

এনএফ৭১/জেএস/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top