১০ ডিসেম্বর ঢাকায় গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে: পরিবহন মালিক সমিতি
রায়হান রাজীব | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২২, ০৮:০৩
শনিবার (১০ ডিসেম্বর) ঢাকায় গণপরিবহন চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে পরিবহন মালিক-শ্রমিক নেতারা। বৃহস্পতিবার এক যৌথসভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ সভাপতিত্ব করেন।
সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় গাড়ি চলাচল বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং ১০ ডিসেম্বর ঢাকা শহর, শহরতলী এবং আন্তঃজেলা রুটে গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। সেদিন গাড়ি চলাচলে যেন কোনো ধরনের বাধা দেওয়া না হয়, সেজন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়।
সভায় সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল, গুলিস্তান টিবিসি রোড ও ফুলবাড়িয়া বাস টার্মিনালের মালিক-শ্রমিক নেতৃবৃন্দসহ ঢাকার সব পরিবহন কোম্পানির প্রায় ৩০০ মালিক-শ্রমিক নেতা উপস্থিত ছিলেন।
আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে অন্যান্য বিভাগীয় সমাবেশের আগে বরিশাল, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেটে ধর্মঘটের ডাক দিয়েছিল পরিবহন মালিক-শ্রমিকরা।
বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত অক্টোবর থেকে বিভাগীয় শহরগুলোতে গণসমাবেশ করছে বিএনপি। গত ১২ অক্টোবর চট্টগ্রাম থেকে এ সমাবেশ শুরু হয়। এরপর ধাপে ধাপে খুলনা, বরিশাল, রংপুর, সিলেটসহ দেশের বাকি সব বিভাগীয় শহরে সমাবেশের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করবে দলটি।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।