করোনা টিকার চতুর্থ ডোজ শুরু ২০ ডিসেম্বর
রায়হান রাজীব | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২২, ০৪:৫৩
মঙ্গলবার পরীক্ষামূলকভাবে শুরু হবে চতুর্থ ডোজ টিকাদান কার্যক্রম। এরপর আগামী বছরের জানুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ টিকাদান কার্যক্রম।
সোমবার (১৯শে ডিসেম্বর) টিকা কর্মসূচির সমন্বয়ক ডা. শামসুল হক জানান, ২০ ডিসেম্বর থেকে ঢাকার সাতটি হাসপাতালে দেওয়া হবে করোনাভাইরাস প্রতিরোধী টিকার চতুর্থ ডোজ। প্রতিদিন সাতটি কেন্দ্রে গড়ে ১০০ জনকে পরীক্ষামূলক টিকা দেওয়া হবে।
ষাটোর্ধ্ব ও করোনার সম্মুখযোদ্ধাদের দেওয়া হবে এই টিকা। এই কার্যক্রম চলবে দুই সপ্তাহ। এরপর জানুয়ারি থেকে পুরোদমে চালু হবে চতুর্থ ডোজ টিকা কার্যক্রম।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।