শাহজালাল বিমানবন্দরে ৪ চীনা নাগরিক করোনায় শনাক্ত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২২, ১০:৪১

শাহজালাল বিমানবন্দর

চীন থেকে বাংলাদেশে আসা চার চীনা নাগরিকের  দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের নমুনা পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা বলেন, সোমবার বিকাল ৩টা ২০ মিনিটে চীন থেকে আরটিপিসিআর পরীক্ষা করে আসা দেশটির চারজন নাগরিক বিমানবন্দরে আসেন। 

চারজনই চীনের অধিবাসী। তাদের মধ্য একজনের কান লাল হওয়াসহ কিছু উপসর্গ দেখা গেলে তাৎক্ষণিক র‌্যাপিড অ্যান্টিজেন টেষ্ট করা হয়।

তিনি বলেন, এখনো আমরা নিশ্চিত নই তাদের শরীরে করোনা আছে কি না । চীন থেকে আসার সময় তারা করোনা পরীক্ষা করেই এসেছেন। সেজন্য এই মুহূর্তে তাদের রাজধানীর ডিএনসিসি করোনা হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর বলা যাবে তাদের করোনা হয়েছে কি না বা কোন ধরন শনাক্ত।

আরও পড়ুন : এমপি হারুনের আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা ইসির

এই চারজনের নমুনা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top