বিদেশে থেকেই এনআইডি কার্ড পাবেন প্রবাসীরা: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২২, ০৭:৩৫

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন

বাংলাদেশের সকল প্রবাসীরা বিদেশ থেকেই এনআইডি কার্ড পাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। আজ বৃহস্পতিবার গ্র্যান্ড সিলেট হোটেলে এ অনুষ্ঠিত সিলেট বিভাগের সর্বোচ্চ ও দীর্ঘসময় কর প্রদানকারী করদাতাদের সম্মাননা অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রবাসীরা জমি নিয়ে বিভিন্ন সময় সমস্যায় পড়েন এজন্য র‍্যাপিড ট্রাইব্যুনাল করার প্রস্তাব দিয়েছিলাম, তা এখনো পাস হয়নি। পাস হলে অনেক সমস্যা সহজেই সমাধান হবে। প্রবাসীদের জন্য ভিন্ন সুবিধার কথা চিন্তা করে গত ২৭ ডিসেম্বর মন্ত্রিসভায় প্রবাসী দিবস পালন করার অনুমোদন করা হয়। প্রতিবছর ৩০ ডিসেম্বর এ দিবস পালন করা হবে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুনিয়ার সব দেশে ট্যাক্স ফাঁকি দেওয়ার প্রবণতা আছে কিন্তু সব দেশই ট্যাক্স আহরণের ক্ষেত্রে নতুন নতুন পলিসি গ্রহণ করে। আমাদেরকেও সেদিকে খেয়াল করতে হবে। আমাদের দেশের সবাইকে সোশ্যাল সিকিউরাটির আন্ডারে আনতে হবে। সেজন্য আমাদের দেশের সকল নাগরিক যারা আইডি কার্ড পাবেন তাঁদের সবাইকে ট্যাক্সের আওতায় আনতে হবে।’




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top