নতুন বছরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২১, ১৯:৫০
ইংরেজি নবর্বষের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, নতুনকে বরণ করা মানুষের স্বভাবজাত প্রবৃত্তি। বাংলা নববর্ষ বাঙালির সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকলেও ব্যবহারিক জীবনে খ্রিষ্টীয় বর্ষপঞ্জিকা বহুল ব্যবহৃত। খ্রিষ্টীয় নববর্ষ তাই জাতীয় জীবনে প্রাত্যহিক জীবনযাত্রায় অবিচ্ছেদ্যভাবে মিশে আছে।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে দেশবাসীকে নিরলস প্রচেষ্টার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ২০২১ সাল জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ বছর। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর একটা যুগসন্ধিক্ষণ হচ্ছে ২০২১ সাল।
অন্যদিকে পৃথক আরেক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালকে বরণ করে নেওয়া উপলক্ষে দেশবাসী এবং প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
সেই সাথে আ'লীগ সরকার মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে ধর্মীয় উগ্রবাদসহ যে কোনও সন্ত্রাসবাদ দমনে প্রতিজ্ঞাবদ্ধ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বির্নিমাণে সহায়ক শক্তি হিসেবে কাজ করারও আহ্বান জানান।
এনএফ৭১/জেএস/২০২০
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।