নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন মাহবুব হোসেন

রায়হান রাজীব | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৩, ০২:০২

মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন

মঙ্গলবার (৩ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরআগে, ১১ ডিসেম্বর ২৩তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কবির বিন আনোয়ারকে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি মোহাম্মদ খন্দকার আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হন।

আজ দেওয়া আরেক প্রজ্ঞাপনে কবির বিন আনোয়ারকে অবসরে পাঠানোর বিষয়টিও জানানো হয়েছে।

সিনিয়র সচিব কবির বিন আনোয়ারের অবসরে যাওয়ার সময় নির্ধারিত ছিল ২০২৩ সালের ৩ জানুয়ারি। তাঁকে মন্ত্রিপরিষদসচিব পদে নিয়োগ দেওয়া হলে ১৯ দিন পরই অবসর নিতে হলো। এরপর তাকে এ পদে রাখতে হলে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে হবে।

আরও পড়ুন>>>দেশ যখনই ভালোর দিকে যায় তখনই চক্রান্ত শুরু হয়: প্রধানমন্ত্রী

সরকার গত প্রায় এক বছর গুরুত্বপূর্ণ কোনো পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়নি। মন্ত্রিপরিষদসচিব পদ আলোচনায় থাকায় বিসিএস অষ্টম ব্যাচের কর্মকর্তারা নীতিগতভাবে চুক্তিভিত্তিক নিয়োগের বিপক্ষে। কারণ তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলে অষ্টম ব্যাচের আর কোনো কর্মকর্তা মন্ত্রিপরিষদ সচিব হতে পারবেন না।

এই ব্যাচের জ্যেষ্ঠ কর্মকর্তারা আগামী ছয় মাসের মধ্যে অবসরে চলে যাবেন। ১০তম ও ১১তম ব্যাচের কর্মকর্তাদের মধ্যেও চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে অনীহা আছে।

জ্যেষ্ঠ সচিব মাহবুব হোসেন এতদিন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সামলেছেন। দেশের ২৪তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব নেবেন তিনি।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top