গণঅবস্থান কর্মসূচি পালনে অনুমতি পেয়েছে বিএনপি
নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৩, ১৩:৪১
ঢাকার নয়াপল্টনে গণঅবস্থানের অনুমতি পেয়েছে বিএনপি। তবে সেক্ষেত্রে দলীয় কার্যালয়ের সামনের একপাশের সড়কে চার ঘণ্টা গণঅবস্থান করতে পারবেন তারা। আগে থেকেই বুধবার এ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা করেছে দলটি।
মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ির খবর ডাহা মিথ্যা কথা: ওয়াসা এমডি
তিনি বলেন, আমরা সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। পুলিশের অনুমতিও আমরা পেয়েছি। শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন হবে বলে জানান তিনি।
এর আগে দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে নিয়ে ডিএমপি কার্যালয়ে যান বিএনপির এ নেতা। তারা কমিশনারের সঙ্গে বৈঠক করেন।
বিষয়: গণঅবস্থান কর্মসূচি বিএনপি নয়াপল্টন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।