বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২৩, ২২:৫৮

বিশ্ব ইজতেমা

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বরাবরের মতো এবারও সকাল ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা দলে দলে যোগ দেবেন। তাদের যাতায়াতের সুবিধার্থে ইজতেমাস্থলে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে গাজীপুর মহানগর পুলিশ। 

আরও পড়ুন: দেশে স্বর্ণের দামে রেকর্ড, ভরিতে মূল্য ৯৩৪২৯ টাকা!

ইজতেমা আয়োজক কমিটির মুরুব্বি প্রকৌশলী মাহফুজ গণমাধ্যমকে জানান, বিদেশি নিবাসের পূর্ব পাশের মঞ্চ থেকে সকাল ১১টা থেকে জোহরের নামাজের আগে যেকোনো সময় মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা। বাংলাদেশে তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা জোবায়ের আহমদ মোনাজাত পরিচালনা করবেন।

গতকাল ফজরের পর তাবলিগের ছয় উসুলের (মৌলিক বিষয়) ওপর মাওলানা খুরশিদুল হক রায়বেন্ডের হেদায়েতি বয়ানের মাধ্যমে শুরু হয় দ্বিতীয় দিনের কার্যক্রম। জোহরের নামাজের পর মাওলানা ওমর ফারুক, আসরের নামাজের পর মাওলানা জোহায়রুল হাসান, মাগরিবের নামাজের পর মাওলানা ইব্রাহিম দেওলা বয়ান করেন। তাঁদের উর্দু ভাষার বয়ান তাৎক্ষণিক বাংলা, ইংরেজি, আরবি, তামিল, মালয়, তুর্কি ও ফরাসি ভাষায় অনুবাদ করা হয়। বিভিন্ন ভাষাভাষী মুসল্লি আলাদাভাবে বসেন এবং তাঁদের মধ্যে একজন মুরব্বি মূল বয়ানকে তাৎক্ষণিক অনুবাদ করে শোনান।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top