রামপাল বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৩, ০৫:২৫
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা রামপালে অবস্থিত মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন করেছেন। শনিবার (৪ ফেব্রুয়ারি) খুলনা বিভাগ সফরের দ্বিতীয় দিনে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন করেন তিনি।
ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট ভারত সরকারের কনসেশনাল ফাইন্যান্সিং স্কিমের অর্থায়নে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। যার সিংহভাগই দেশটির এক্সিম ব্যাংক প্রদান করছে।
আরও পড়ুন: বিপিএলের মাঝে ওমরাহ করতে গেলেন সাকিব
২০২২ সালের সেপ্টেম্বরে ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পাওয়ার প্ল্যান্টটির ফেইজ-১ উদ্বোধন করেন এবং ইতোমধ্যেই তা বাংলাদেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে। প্রকল্পটির ফেইজ-২ শিগগিরই সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, দুদিনের সফরে ৩ ফেব্রুয়ারি খুলনা বিভাগে গেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। এ সফরে তিনি ভারত-বাংলাদেশ উন্নয়ন অংশীদারত্বে নির্মিত কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প পরিদর্শন করবেন। এরই অংশ হিসেবে সফরের প্রথমদিন শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে তিনি রূপসা রেলসেতু পরিদর্শন করেন।
বিষয়: রামপাল বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন ভারতীয় হাইকমিশনার খুলনা বিভাগ প্রধানমন্ত্রী বিদ্যুৎ সরবরাহ newsflash71 Latest News newsflash Update News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।