তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৩, ০০:৩৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সোমবার তুরস্ক ও সিরিয়ার সীমান্তে ৭.৮ মাত্রার ভূমিকম্পে তুরষ্কে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩০০ জন। তুরস্ক ও সিরিয়ার এই নিহতের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন: তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক প্রকাশ

প্রধানমন্ত্রী বলেন, তুরস্ক ও সিরিয়ার এই বিপদের সময় বাংলাদেশের সরকার ও জনগণ তাদের পাশে আছে। শেখ হাসিনা তার সরকারের পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন। প্রধানমন্ত্রী আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

সোমবার তুরস্কের স্থানীয় সময় ভোররাত ৪টা ১৭ মিনিটে সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top