বাংলাদেশের উদ্ধারকারী দল কাল ‌তুরস্কে যাচ্ছে

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:১৮

 বাংলাদেশের উদ্ধারকারী দল কাল ‌তুরস্কে যাচ্ছে

তুরষ্কে শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের উদ্ধার ও চিকিৎসাসেবায় অংশ নিতে বাংলাদেশের ১০ সদস্যের একটি দল বুধবার তুরস্কে যাচ্ছে। ওই দলে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের পাঁচজন করে সদস্য থাকবেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো গণমাধ্যমকে জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর একটি সি-১৩০ বিমানে করে প্রাথমিকভাবে একটি দল পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। কী ধরনের সরঞ্জাম ও চিকিৎসাসামগ্রী পাঠানো হবে তা নিয়ে কাজ চলছে।

আরও পড়ুন: ভূমিকম্পে মৃতের সংখ্যা আট গুণ বাড়তে পারে: ডব্লিউএইচও

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সোমবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুওলু ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদকে বার্তা পাঠান। প্রায় অভিন্ন এসব বার্তায় পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, এই শোকাবহ মুহূর্তে তুরস্ক ও সিরিয়ার ভ্রাতৃপ্রতিম জনগণ এবং নিহতদের পরিবারের জন্য বাংলাদেশ প্রার্থনা করছে।

ভূমিকম্পে যারা প্রাণ হারিয়েছেন তাদের বিদেহী আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন পররাষ্ট্রমন্ত্রী। দেশ দুটির ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে থাকার কথাও বার্তায় উল্লেখ করা হয়েছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top