তুরস্কের ধ্বংসস্তূপ থেকে জীবিত কিশোরীকে উদ্ধার করলো বাংলাদেশি উদ্ধারকারীরা

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৩, ১২:৩৫

তুরস্কের ধ্বংসস্তূপে বাংলাদেশী উদ্ধারকারীরা

বাংলাদেশ থেকে পাঠানো সম্মিলিত উদ্ধারকারীরা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কে উদ্ধার অভিযান পরিচালনা শুরু করেছে। বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারীরা তুরস্কে এখন পর্যন্ত একজনকে জীবিত ও তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ষষ্ঠ-সপ্তম শ্রেণির দুই পাঠ্যবই বাতিল করেছে এনসিটিবি

তিনি বলেন, বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল তুরস্কে উদ্ধারকাজ শুরু করেছে। ইতোমধ্যে তারা ১৭ বছরের একজন জীবিত বালিকাসহ তিনজনের মৃতদেহ উদ্ধার করেছেন।

এর আগে ফায়ার সার্ভিসের ১২ সদস্যের উদ্ধারকারী দল সেনাবাহিনীর উদ্ধারকারী দলের সঙ্গে ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে পৌঁছায়। বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল ৮ ফেব্রুয়ারি রাত ১০টায় বাংলাদেশ থেকে যাত্রা শুরু করে এবং ৯ তারিখ রাত পৌনে ১০টার দিকে তুরস্কের আদানা মিলিটারি এয়ার বেইসে পৌঁছায়।

সেখান থেকে তারা আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার কাজ শুরু করে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top