মেট্রোরেলের উত্তরা সেন্টার স্টেশনের কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৩, ০০:২০

মেট্রোরেল

চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে মেট্রোরেলের উত্তরা সেন্টার স্টেশন। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে মেট্রোরেলের উত্তরা সেন্টার স্টেশনে থামছে মেট্রোরেল। এটি নিয়ে মেট্রোরেলের চার স্টেশন থেকে যাত্রী পরিবহন করা হচ্ছে।

এছাড়া, মার্চের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বাকি ৪টি স্টেশনও চালুর ঘোষণা দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। জুলাই মাসে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেলের পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর কথাও জানিয়েছে তারা।

আরও পড়ুন: পবিত্র শবে মেরাজ আজ

মেট্রোরেল বাস্তবায়নকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক জানান, প্রথমে মেট্রোরেলের দুটি স্টেশন খুলে দেয়া হয়েছিল। আগামী ১ মার্চ মিরপুর-১০ স্টেশন খুলে দেয়া হবে। এটি হবে পঞ্চম স্টেশন।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top